Thursday, June 22

৯ ক্লাব নিয়ে মেয়েদের প্রিমিয়ার লিগ

৯ ক্লাব নিয়ে মেয়েদের প্রিমিয়ার লিগ

কানাইঘাট নিউজ ডেস্ক: ঈদের পর ৯টি ক্লাব নিয়ে মাঠে গড়াবে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। ১৪ জুলাই লিগ শুরুর কথা রয়েছে।

বিসিবি থেকে জানানো হয়েছে, দলবদল ৬ ও ৭ জুলাই।

গত মৌসুমের এপ্রিলে ছেলেদের লিগের সঙ্গেই শুরু হয় মেয়েদের লিগ। কিন্তু এবার মাঠ সংকটের কারণে লিগ আয়োজন করতে পারেনি বিসিবি। পরে তড়িঘড়ি করে মে মাসে ঢাকার বাইরের দুই ভেন্যুতে টুর্নামেন্টের আদলে জাতীয় লিগ আয়োজন করা হয়।

জাতীয় লিগ শেষে ছুটিতে আছেন নারী ক্রিকেটাররা। ঈদের পর আবারও ব্যস্ততা বাড়বে রুমানা আহমেদ, সালমা খাতুনদের।

এবারের লিগে অংশ নেবে নয়টি ক্লাব। ভেন্যু এখনও ঠিক হয়নি।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রুপালি ব্যাংক ক্রিকেট ক্লাব। ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন মোহামেডানকে চার উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল দলটি। 
সূত্র্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়