Friday, June 16

সাতক্ষীরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধুর মৃত্যু

 গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধুর মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধু টুম্পা খাতুনের মৃত্যু হয়েছে।  

দীর্ঘ ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে  শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গৃহবধুর স্বামী সাইফুল ইসলাম জানান, গত (১০ জুন) শনিবার ভোররাতে সেহেরি করতে উঠে তার স্ত্রী তরকারি গরম করতে গেলে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে তিনি দগ্ধ হন। এতে টুম্পার শরীর ঝলসে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে দীর্ঘ ছয় দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়