Friday, June 9

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি ৩ কন্যার জয়

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি ৩ কন্যার জয়

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি তিন কন্যা টিউলিপ সিদ্দিক, রুপা হক ও রুশনারা আলী জয় পেয়েছেন।

দ্বিতীয় মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লন্ডনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে লেবার দলের প্রার্থী টিউলিপ পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট।

ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হকও নির্বাচিত হয়েছেন। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট।

এছাড়া যুক্তরাজ্যের নির্বাচনে ৩৫ হাজার ৫৯৩ ভোটের ব্যবধানে বড় জয় পেয়েছেন রুশনারা আলী। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে এমপি নির্বাচিত হলেন তিনি। রুশনারা ৪২ হাজার ৯৬৯ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির চার্লট চিরিকো পেয়েছেন ৭ হাজার ৫৭৬ ভোট।

এ নির্বাচনে টিউলিপ সিদ্দিক ও রুপা হক দ্বিতীয়বার ও রুশনারা আলী তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়