Wednesday, June 21

কুম্বলের চেয়ারে বসবেন কে?

কুম্বলের চেয়ারে বসবেন কে?

কানাইঘাট নিউজ ডেস্ক: তবে কী বিচ্ছেদেই সুখ খুঁজে পেলেন অনিল কুম্বলে। দলনেতার সঙ্গে বনিবনা না হওয়ায় আগেভাগেই ঘর ছাড়লেন ভারতীয় কোচ। খবরটা মোটামুটি সবারই জানা। এবার অপেক্ষা কে হচ্ছেন কোহলিদের পরবর্তী গুরু?

কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বীরেন্দ্র শেওয়াগ। দুই লাইনের সিভি আগেই জমা দিয়েছেন তিনি। এনিয়ে আলোচনাও গড়িয়েছে বহুদূর। তবে শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ ও সৌরভ গাঙ্গুলীর সুপারিশ ছাড়া শেওয়াগের কোচ হওয়া অসম্ভব।

যেটা হয়েছে অনিল কুম্বলের ক্ষেত্রেও। গত বছরের ২৩ জুন ভারতের কোচ হিসেবে নিয়োগপত্র পান কুম্বলে। রবি শাস্ত্রীকে পেছনে ফেলে কোহলিদের কোচের আসনটি নিজের করে নেন সাবেক এই ক্রিকেটার।

সে সময় কুম্বলেকে কোচ করানোর সুপারিশ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই কাছে প্রেরণ করেন শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ ও সৌরভ গাঙ্গুলীর ক্রিকেট উপদেষ্টা কমিটি। তাতেই এপয়েন্টমেন্ট লেটার হাতে পান কুম্বলে। এবারও সেটা ব্যতিক্রম হবে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়