Thursday, June 15

কানাইঘাট সাতবাঁক ইউপির ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সাতবাঁক ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাতবাঁক ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুরের সভাপতিত্বে ও ইউপি সদস্য আলহাজ্ব ছাব্বির আহমদের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলার শরিফুল হক, সিলেট জেলা বিএনপির সদস্য নুরুল হোসেন বুলবুল, ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপির সদস্য মুন্সী আবুল হোসেন, সাতবাঁক ইউপির সাবেক ইউপি সদস্য মঈন উদ্দিন মনই, দলইরমাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওদুদ চৌধুরী, লোহাজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, এছাড়াও ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর শামীম কামরুল, শায়িকুল আলম, ফারুক আহমদ, হেলাল উদ্দিন মামুন, নজরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, সম্প্রতি ঈদ উপলক্ষ্যে সাতবাঁক ইউপির দরিদ্র জনগণের জন্য যে ভিজিএফ’র চাল বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল্য। তিনি ভিজিএফ’র চালের বরাদ্দ আরো বাড়ানোর জন্য উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সুদৃষ্টি কামনা করলে চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী আগামী দিনে সাতবাঁক ইউপির ভিজিএফ’র চালের বরাদ্দ বাড়ানোর পাশাপাশি আরো ১০০ জনকে চালের বরাদ্দ তালিকায় নাম বাড়ানো হবে বলে আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়