Thursday, June 8

'এফবিআইয়ের স্পর্শকাতর বিষয়ও তুলে ধরেন ট্রাম্প'

'এফবিআইয়ের স্পর্শকাতর বিষয়ও তুলে ধরেন ট্রাম্প'
কানাইঘাট নিউজ ডেস্ক: গত মে মাসে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হিলারি ক্লিনটনের ই-মেইল সংক্রান্ত তদন্তে ভুল তথ্য দেয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয় বলে জানায় মার্কিন প্রশাসন।

নতুন করে অভিযোগ উঠেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে এফবিআইয়ের পদচ্যুত পরিচালক জেমস কোমি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ব্যাপারে তদন্ত না করতেও তাকে চাপ দিয়েছিলেন।

ক্যাপিটল হিলে সাক্ষ্য দিতে যাওয়ার প্রাক্কালে এ তথ্য জানিয়ে কোমি বলেন, ট্রাম্প অনেক আলোচনায় যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে এফবিআইয়ের স্পর্শকাতর তদন্তের বিষয়টি তুলে ধরেন। এ ব্যাপারে প্রেসিডেন্টের হস্তক্ষেপের প্রচেষ্টা তাকে ভীষণভাবে অপ্রস্তুত করে ফেলে।

গত ১৪ ফেব্রুয়ারি ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে কোমির বৈঠক হয়। ওই বৈঠকে তাদের আলোচনার প্রসঙ্গ টেনে কোমি ট্রাম্পকে উদ্ধৃত করে বলেন, ‘আমি আশা করি আপনি বিষয়টি ছেড়ে দেবেন। ফ্লিনকেও রেহাই দেবেন। কারণ ফ্লিন একজন ভালো লোক।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়