কানাইঘাট নিউজ ডেস্ক:
শুক্রবার বেলা ১১ ঘটিকার সময় স্থানীয় বীরদল দেবালয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার নবনির্বাচিত জেলা অনুমোদিত কমিটির ১ম সভা অনুষ্টিত হয়। নবনির্বাচিত উপজেলা সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাস এর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র দাস ও মিলন কান্তি দাস এর যৌথ পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেমস লিও ফার্গুসন নানকা (চেয়ারম্যান)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র কুমার দাস, মতিলাল দাস, নিধু ভুষন দাস পিন্টু, মানব রঞ্জন দাস, বিশ্বজিত রায়, বিকাশ দাস। বক্তব্য রাখেন শ্রী তাপস চন্দ, মনজু লাল দাস, শ্যামল চক্রবর্তী, নিহার রঞ্জন বর্ধন, মাস্টার দয়াময় দাস, জয়ন্ত চক্রবর্তী, মুকুল দাস সিতেন, লিটন চন্দ্র দাস, মাস্টার রবিলাল দাস, সাধন দাস, সনজিত রায়, শীতল দাস, কীর্তনীয়া অমল চন্দ, গৌরাঙ্গ শর্মা, মঙ্গল চন্দ, টুনু দাস, অনন্ত দাস, মিহির পাল, মধু মোহন পাল, সুকান্ত চক্রবর্তী সম্ভু, প্রভাতী রানী দাস, রুবি রানী চন্দ, দিলীপ কৈরী, নীলুৎপল দাস, নির্মল দাস সপ্তম প্রমুখ। সভায় বক্তারা নবনির্বাচিত কমিটি অনুমোদনের জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা সভাপতি এডভোকেট নিরঞ্জন দে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে বীরদল দেবালয় মন্দিরের উন্নয়নের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়