Friday, June 2

ঝিনাইদহে নব্য জেএমবির ৫ সদস্য গ্রেফতার

ঝিনাইদহে নব্য জেএমবির ৫ সদস্য গ্রেফতার

কানাইঘাট নিউজ ডেস্ক: ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামের আস্তানা থেকে ৫ নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গার খালপাড়া এলাকার আব্দুল লতিফ (৩৬), মাছপাড়ার সাহেব আলী (৪৮), চুয়াডাঙ্গা মসজিদপাড়ার শাহিনুজ্জামান ওরফে শাহিন (২৫), পোড়াহাটি মসজিদপাড়ার আল আমিন ইসলাম (২০) এবং গয়েশপুর মাস্টারপাড়ার কাওসার জিন্নুরাইন ওরফে লাল্টু (৩৭)।

সকালে আটক ব্যক্তিদের ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার সকালে প্রেসব্রিফিংয়ে র‌্যাব জানায়, এরা সবাই গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর জঙ্গী আস্তানায় নিহত আব্দুল্লাহ ও তুহীন এবং পলাতক জঙ্গী লিমনের ঘনিষ্ঠ সহযোগী। তারা জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত এবং শারিরীক-সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত।

ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক মেজর মনির আহমেদ বলেন, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গা গ্রামের জঙ্গি আস্তানার মামলার পলাতক আসামি। এ অঞ্চলে জঙ্গি সমন্বয়কারী লিমনসহ তার বেশ কিছু সহযোগী এখনো পলাতক আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়