নিজস্ব প্রতিবেদক:
কারিতাস সিলেট অঞ্চলের উদ্যোগে দুর্যোগপূর্ণ এলাকা কানাইঘাট ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ও ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চলমান কার্যক্রম তুলে ধরার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এক অবহিত করন সভা মঙ্গলবার বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদ কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও কারিতাসের কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বপন ভট্টাচার্জের পরিচালনায় উক্ত অবহিত করন সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সচিব শীর্ষেন্দু পুরকায়স্থ, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, কারিতাসের এক কর্মকর্তা প্রণয় পিউরি পিকেশন, সুকুমার কস্তা প্রমুখ। সভায় কারিতাসের উদ্যোগে দুর্যোগপূর্ণ ও দারিদ্র পিড়ীত কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ও পশ্চিম ইউপির দরিদ্র জনসাধারণের জন্য নেওয়া কারিতাসের উন্নয়ন ও সেবামুখী কার্যক্রম তুলে ধরেন অবহিত করন সভায় উপস্থিত কারিতাসের কানাইঘাটের দায়িত্ব প্রাপ্ত মাঠ পর্যায়ের কর্মকর্তারা। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী কানাইঘাটে নেওয়া কারিতাসের চলমান কার্যক্রম বাস্তবায়ন করার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, কারিতাস দরিদ্র পীড়িত ও দুর্যোগপূর্ণ এলাকার মানুষকে সচেতন, তাদের বাসস্থান দিয়ে পুর্নবাসিত, আত্মকর্মসংস্থান, প্রাকৃতিক দুর্যোগের সময় করনীয় বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ মানব কল্যাণের জন্য কর্মকান্ডের প্রশংসা করে বলেন, কারিতাস কানাইঘাটের অন্যান্য ইউনিয়নে তাদের সেবামুখি কার্যক্রম আরো প্রসারিত করবে। প্রসজ্ঞত যে, এ দু’টি ইউনিয়নে কারিতাসের নেওয়া কার্যক্রমের আওতায় উপকারভোগী পরিবারের সংখ্যা হচ্ছে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপিতে ৫৫৬৮, ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপিতে ২০৯৮০ জন উপকারভোগী।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়