Tuesday, June 13

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর গলিত লাশ উদ্ধার

ফ্ল্যাট থেকে অভিনেত্রীর গলিত লাশ উদ্ধার
কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের মুম্বাই শহরের আন্ধেরি এলাকার একটি ফ্ল্যাট থেকে কৃতিকা চৌধুরী নামের এক বলিউড অভিনেত্রীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার বিকেল পৌনে ৪টার দিকে আন্ধেরির চার বাংলো এলাকার ভৈরবনাথ আবাসিকে অবস্থিত নিজ ফ্ল্যাট থেকে কৃতিকার লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কৃতিকার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে জানান তার প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সে সময় ফ্ল্যাটের দরজা বাইরের দিক থেকে তালা দেয়া ছিল। প্রায় চার-পাঁচ দিন ধরে ফ্ল্যাটটি বন্ধ ছিল বলে জানা যায়। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে কৃতিকার গলিত লাশ উদ্ধার করা হয়।
Kritika Choudhary

প্রাথমিকভাবে একটি দুর্ঘটনায় মৃত্যু মামলা দায়ের করা হয়। পরে তদন্তের সময় এটি হত্যাকাণ্ড বলে ধারণা হয় পুলিশের।

কৃতিকা ২০১৩ সালে মুক্তি পাওয়া রাজ্জো ছবিতে অভিনয় করেছিলেন। ওই ছবিতে মূল চরিত্রে ছিলেন তারকা অভিনেত্রী কঙ্গনা রানওয়াত ও পরস আরোরা। ইতিমধ্যেই বেশ কিছু ডেইলি সোপে অভিনয় করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়