Thursday, June 15

দেশের বাজারে হুয়াওয়ের নতুন স্মার্টফোন

দেশের বাজারে হুয়াওয়ের নতুন স্মার্টফোন
কানাইঘাট নিউজ ডেস্ক: দেশের বাজারে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ‘ওয়াই-থ্রি ২০১৭’ উন্মোচন করেছে বিশ্বখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

এতে রয়েছে পাঁচ ইঞ্চির বড় ডিসপ্লে, যার বিশেষ সুবিধা হচ্ছে সূর্যের আলোতে সর্বোচ্চ পর্যায়ে উজ্জ্বল স্ক্রিন দেখার অভিজ্ঞতা। ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের ব্যাক ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কালার টোন ঠিক রেখে স্বচ্ছ ছবি তোলা যাবে ফোনটির মাধ্যমে।

পারফরম্যান্স নিশ্চিতে রয়েছে ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম এবং কোয়াড কোর প্রসেসর যা দ্রুত গতিতে মাল্টি টাস্কিং করতে সক্ষম।

কালো ও সোনালি রঙের হুয়াওয়ে ওয়াইথ্রি ২০১৭-এর মূল্য রাখা হয়েছে ৮,৭৯০ টাকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়