Wednesday, June 21

কানাইঘাট উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা বুধবার বিকেল ৪টায় স্থানীয় ডাক বাংলোয় অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এস.এম মাহবুবুল আম্বিয়ার পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা আ’লীগ নেতা আব্দুল হেকিম শামীম, পৌর আ’লীগ নেতা আব্দুল কুদ্দুছ। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা রাসেল, যুবলীগ নেতা হামজা হেলাল, সাইফুল ইসলাম আলম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা আমির উদ্দিন, নুরুজ্জামান ময়ূর, এবাদুর রহমান মুজাহিদ, ইসমাইল হোসেন সিরাজী, কয়েস আহমদ, কুতুব উদ্দিন, শামীম আহমদ, পৌর যুবলীগ সদস্য হারিছ উদ্দিন, রুবেল আহমদ সাগর, আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, হেলাল আহমদ, মামুন রশিদ, যুবলীগ নেতা আবুল বশর, রাজাগঞ্জ ইউপি যুবলীগের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক হারুন রশিদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছমির উদ্দিন, কানাইঘাট কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মাহবুব হোসেন রহমত প্রমুখ। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে দেশ সবদিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রয়েছে। তিনি যুবলীগের নেতাকর্মীদের বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারণের কাছে তুলে ধরা সহ সংগঠনের কার্যক্রম ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে নেওয়ার আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়