Saturday, June 24

কানাইঘাটে যুবক খুনের ঘটনায় প্রেমিকাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামে পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে শুক্রবার প্রকাশ্যে দিবালোকে হাবিবুর রহমানকে নির্মম হত্যাকান্ডের ঘটনায় কানাইঘাট থানায় ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার নিহতের বড় ভাই আজিজুর রহমান গ্রেফতারকৃত এ সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিন, প্রেমিকা সুরমা বেগম সহ ৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১২, তাং- ২৪/০৬/২০১৭ইং। এদিকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ সরেজমিনে আজ শনিবার বিকেল ৩টায় হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করতে যান। সেখানে তিনি স্থানীয় ব্যক্তি ও কিশোরদের সাথে কথা বলে মৌখিন স্বাক্ষী গ্রহণ করেন। হবিবুর রহমানের হত্যাকারীকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এ ঘটনা নিয়ে যাতে এলাকায় আর কোন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে সেদিকে লক্ষ রাখার জন্য স্থানীয়দের আহবান জানান। চিহ্নিত আসামীদের শিগগিরই গ্রেফতার করা হবে। গ্রেফতারে এলাকাবাসীর সহযোগিতাও চান ওসি। পরে নিহত পরিবারের প্রতি সান্তনা প্রদান করে ওসি আব্দুল আহাদ বলেন,‘ পুলিশের পক্ষ থেকে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সবধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ প্রসঙ্গত, নিহত হবিবুর রহমানের সাথে লক্ষীপ্রসাদ গ্রামের মড়াই মিয়ার মেয়ে সুরমা বেগমের সাথে বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সুরমা পরিবার জোর করে সুরমাকে অন্যত্র বিয়ে দিলে পরবর্তীতে পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরী হয়। এতে সুরমা পরিবার গত শুক্রবার প্রকাশ্যে দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন হবিবুর রহমানকে। অন্যদিকে, এই হত্যাকান্ডে এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়