নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতি কানাইঘাট উপজেলা আঞ্চলিক সীল নং- ৪৭৭ (৩৪) শাখা এর নেতৃবৃন্দ অবিলম্বে কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীর ৪ কিলোমিটার দূরবর্তী অবস্থিত বাখালছড়া এলাকার মালিকানাধীন জায়গা থেকে মরা পাথর কিনে নিয়ে আসার সময় নদী পথে অবৈধভাবে রয়্যেলিটি আদায়ের নামে পাথর ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধের দাবী জানিয়েছেন। এক বিবৃতিতে কানাইঘাট উপজেলা আঞ্চলিক শাখার পাথর ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, লোভাছড়া পাথর কোয়ারীর কিছু অংশ ইজারা দেওয়া হয়েছে। কিন্তু ইজারা বর্হিভূত প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত বাখালছড়া এলাকা থেকে যখন পাথর ব্যবসায়ীরা মরা পাথর স্থানীয় লোকজনদের কাছ থেকে কিনে নদীপথে নিয়ে আসার সময় ব্যবসায়ীদের পাথর বোঝাই নৌকা অন্যান্য পাথরবাহী বাহন একটি প্রভাবশালী মহল আটক করে অবৈধভাবে রয়্যেলিটির নামে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। ব্যবসায়ীদের অভিযোগ দেউছই খাল দিয়ে তাদের পাথর বোঝাই নৌকাগুলি কানাইঘাট সহ অন্যান্য এলাকায় নিয়ে যাবার সময় স্থানীয় তমিজ উদ্দিন, মতই মেম্বারের নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী তাদের পাথর বোঝাই নৌকাগুলি আটক করে, জোরপূর্বক ভাবে রয়্যেলিটি আদায়ের নামে ২/৩ হাজার টাকা আদায় করে আসছে। তাদের দাবীকৃত টাকা না দিলে নৌকার শ্রমিকদের মারধর, পাথর ব্যবসায়ীদের নানা ভাবে হয়রানী এমনকি জোরপূর্বক ভাবে নৌকাগুলি তারা আটক করে রাখে। এব্যাপারে দ্রুত স্থানীয় প্রশাসন অবৈধ রয়্যেলিটির নামে চাঁদা আদায় বন্ধ এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দ্রুত দাবী জানিয়েছেন পাথর ব্যবসায়ীবৃন্দ। তা না হলে এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বিবৃতিদাতারা হলেন, উপজেলা ট্রাক ও কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা আঞ্চলিক শাখা পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালিক মানিক, সহ সভাপতি হাজী জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পাশা, সহ সাধারণ সম্পাদক ময়নুল হক, কোষাধ্যক্ষ হাজী আব্দুর রহিম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক ইউপি সদস্য হাবিব আহমদ, পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নুরুল আমিন, ব্যবসায়ী হেলাল আহমদ, রোমান সিদ্দিক, নুরুজ্জামান, আব্দুল মজিদ বটু, আব্দুল হান্নান, আলমাছ উদ্দিন, আব্দুল মুমিন, রুহুল আমিন, আব্দুস সাত্তার, কয়সর আহমদ, কবির উদ্দিন, এনামুল হক, উস্তার আলী মেম্বার, ফয়েজ আহমদ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়