কানাইঘাট নিউজ ডেস্ক:
বন্ধ হয়ে গেল শাকিব খানের পরবর্তী যৌথ প্রযোজনার ছবি 'চালবাজ'-এর শুটিং।
ভারতের সিনে সংগঠন 'ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্সঅ্যান্ড ওয়ার্কার্স’র
নির্দেশে বন্ধ হয়ে যায় এ সিনেমার শুটিং। লন্ডনে সিনেমাটির শুটিং চলছিল।
টেকনিশিয়ানকে ঠকানোর অভিযোগেই বন্ধ ঘোষণা করা হয় সিনেমাটির শুটিং। বিদেশের মাটিতে বাংলা ছবির শুটিং বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছেন টালিতারকা দেব ও জিৎ।
'কে কী ভাবছে, জানি না। আমার মনে হয় না, এ ভাবে শুটিং বন্ধ করে বেশি দিন ইন্ডাস্ট্রি চলতে পারে'। ফেডারেশনের দিকটামাথায় রেখেও এ কথাই বলছি আমি। আনন্দবাজারকে এসব কথা বলেন দেব।
তিনি আরও বলেন, 'লন্ডনে এত বড় দল নিয়ে গিয়ে শুটিংয়ের অনুমতি বার করা, সকলের ভিসা বার করা প্রচুর খরচসাপেক্ষ। তাই নিজে সব রকম চেষ্টাকরেছিলাম শুটিংটা যাতে শুরু হয়ে যায়। কিন্তু হল না'!
শুক্রবার বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন আরেক টালি তারকা জিৎও।
তিনি বলেন, 'শ্যুটিং বন্ধ হওয়ার থেকে দুঃখজনক কিছু হতে পারে না। সমস্যা মিটিয়ে নিয়ে কাজ শুরু করাটাই কাম্য ছিল'।
এদিকে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্ট ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, দেব হয়তো সবটা না জেনেই মন্তব্য করেছেন। তবে শিল্পী হিসেবে উনি ওঁর মতামত জানাতেই পারেন। আমাদের ফেডারেশনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
টেকনিশিয়ানকে ঠকানোর অভিযোগেই বন্ধ ঘোষণা করা হয় সিনেমাটির শুটিং। বিদেশের মাটিতে বাংলা ছবির শুটিং বন্ধের ঘটনায় নিন্দা জানিয়েছেন টালিতারকা দেব ও জিৎ।
'কে কী ভাবছে, জানি না। আমার মনে হয় না, এ ভাবে শুটিং বন্ধ করে বেশি দিন ইন্ডাস্ট্রি চলতে পারে'। ফেডারেশনের দিকটামাথায় রেখেও এ কথাই বলছি আমি। আনন্দবাজারকে এসব কথা বলেন দেব।
তিনি আরও বলেন, 'লন্ডনে এত বড় দল নিয়ে গিয়ে শুটিংয়ের অনুমতি বার করা, সকলের ভিসা বার করা প্রচুর খরচসাপেক্ষ। তাই নিজে সব রকম চেষ্টাকরেছিলাম শুটিংটা যাতে শুরু হয়ে যায়। কিন্তু হল না'!
শুক্রবার বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন আরেক টালি তারকা জিৎও।
তিনি বলেন, 'শ্যুটিং বন্ধ হওয়ার থেকে দুঃখজনক কিছু হতে পারে না। সমস্যা মিটিয়ে নিয়ে কাজ শুরু করাটাই কাম্য ছিল'।
এদিকে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্ট ইন্ডিয়া’র সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, দেব হয়তো সবটা না জেনেই মন্তব্য করেছেন। তবে শিল্পী হিসেবে উনি ওঁর মতামত জানাতেই পারেন। আমাদের ফেডারেশনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়