Wednesday, June 14

অবৈধভাবে বালু উত্তোলন ! কানাইঘাটে সুরমা নদীর ভাঙ্গনে হুমকিতে তালবাড়ি এলাকা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৯নং রাজাগঞ্জ ইউপির ভয়াবহ নদী ভাঙ্গন কবলিত সুরমা নদীর নিজ তালবাড়ী এলাকা থেকে ইজারা বর্হিভূত অবৈধ ভাবে বেশ কয়েকটি শক্তিশালী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার একদিন পর পুণরায় ভাঙ্গন কবলিত এলাকা থেকে আবারো অবৈধ ভাবে বালু উত্তোলন শুরু করেছে একটি প্রভাবশালী মহল। গত সোমবার উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমান আচার্য সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গন কবলিত তালবাড়ী বাজার সহ আশপাশ এলাকা থেকে একাধিক শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে সেখানে অভিযান পরিচালনা করে ড্রেজারের কিছু যন্ত্রপাতি সহ লালন মিয়া নামে একজনকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। ইজারা বর্হিভূত সুরমা নদীর তালবাড়ী এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন তিনি। এলাকাবাসী জানিয়েছেন, সেখানে অভিযান চালানোর একদিন পর পুণরায় গতকাল মঙ্গলবার সকাল থেকে একাধিক ড্রেজার মেশিন দিয়ে পুণরায় অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন, প্রভাবশালী স্থানীয় তালবাড়ী গ্রামের জাবের আশরাফ চৌধুরী, কয়ছর আহমদ চৌধুরী সহ তার সহযোগীরা। গত কয়েক বছর ধরে সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গন কবলিত তালবাড়ী এলাকা থেকে অবৈধভাবে কয়েক কোটি টাকার বালু উত্তোলন জাবের আশরাফ চৌধুরী করলেও তার বিরুদ্ধে অদ্যবধি পর্যন্ত কোন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় তিনি সহ তার সহযোগীরা বেপরোয়াভাবে আইন কানুনের কোন ধরনের তোয়াক্কা না করে গত ২০/২২ দিন পূর্ব থেকে পুণরায় আবারো তালবাড়ী এলাকা থেকে বালু উত্তোলন শুরু করে। নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়া আশপাশ এলাকার লোকজন তালবাড়ী এলাকা থেকে বালু উত্তোলন বন্ধে জাবের চৌধুরী এবং তার সহযোগীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৭মে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবরে বাদী হয়ে স্থানীয় খালপার ভূমিহীন কৃষি সমবায় সমিতির সভাপতি সৈয়দ গোলাম আলী এলাকাবাসীর পক্ষে অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী সৈয়দ গোলাম আলী জানিয়েছেন, তার অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার ও সিলেটের পুলিশ সুপার এ ব্যাপারে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়ার পরও অদ্যবধি পর্যন্ত কোন তদন্ত রিপোর্ট না দেওয়ায় জাবের আশরাফ চৌধুরী ও তার সহযোগীরা একাধিক ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে তালবাড়ী এলাকা থেকে প্রতি বছরের ন্যায় বালু উত্তোলন শুরু করেছে। এতে করে এলাকার সুরমা ডাইক, তালবাড়ী বাজার, নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের বাড়ী ঘর সুরমা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। পূর্বে কোটি কোটি টাকার অবৈধ ভাবে বালু উত্তোলন জাবের আশরাফ চৌধুরী গংরা করলেও রহস্য জনক কারনে স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্যের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুরমা নদীর রাজাগঞ্জ বালু মহাল ইজারা জাবের চৌধুরী নিলেও লীজকৃত এলাকা থেকে বালু উত্তোলন না করে তিনি লীজ বহির্ভূত তালবাড়ী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আমরা গত সোমবার সেখানে অভিযান পরিচালনা করি এবং ড্রেজারের কিছু সরঞ্জামাদি জব্দ করি। পুণরায় সেখান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন কেউ করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। এলাকাবাসী নদী ভাঙ্গন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এলাকার বাড়ী ঘর সুরমা নদীর করাল গ্রাসে বিলীন হওয়ায় বিষয়টি সরেজমিন পূর্বক তদন্ত করার জন্য সিলেটের জেলা প্রশাসক সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়