Wednesday, June 14

ক্যালিফোর্নিয়ায় খুন হলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

ক্যালিফোর্নিয়ায় খুন হলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মোস্তাফিজুর রহমান নামের বাংলাদেশি এক ট্যাক্সিচালক খুন হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর। গত সোমবার ভোর পাঁচটায় ওই ট্যাক্সিচালকের লাশ তার বাসার সামনে ড্রাইভওয়েতে পড়ে থাকতে দেখা যায়। তবে কীভাবে তিনি খুন হলেন তা এখনো জানা যায়নি।

মোস্তাফিজুর রহমান ক্যালিফোর্নিয়ায় এসে নিজেই ট্যাক্সি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি নিজেও ট্যাক্সি চালাতেন। রাতের শিফটে কাজ করে প্রতিদিন ভোর চারটার দিকে তিনি ঘরে ফিরতেন। ব্রেক্সফিড এলাকায় পরিবার–পরিজন নিয়ে থাকা মোস্তাফিজুর রহমান তিন সন্তানের জনক। সোমবার নির্ধারিত সময়ে তিনি ঘরে ফিরে না আসায় তার স্ত্রী ঘরের বাইরে এসে দেখেন মোস্তাফিজুর রহমানের গাড়ি পার্ক করা এবং তাঁর লাশ ড্রাইভওয়েতে পড়ে আছে।

পরে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মোস্তাফিজুর রহমানের বুকে আটটি বুলেটের চিহ্ন পাওয়া গেছে। বুকের পিস্তল ঠেকিয়ে রাখার কারণে কোনো শব্দ পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান যে দিন খুন হন সেদিনই তিনি তার বাসায় বাংলাদেশি কমিউনিটির জন্য ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়