Friday, June 9

ব্রিটেন নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী টিউলিপ

ব্রিটেন নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী টিউলিপ

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনী ও শেখ রেহানার কন্যা  টিউলিপ সিদ্দিকী। ১০ হাজার ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।

২০১৫ সালের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে জয়ী হন টিউলিপ। একই আসনে জেরেমি করবিনের দল থেকে এবারও লড়েন টিউলিপ।

গতবার টিউলিপ এই আসন থেকে জিতেছিলেন ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে।

ব্রেক্সিট ইস্যুতে আয়োজিত গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিলে পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। এরপর টেরেসা মে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসেন।

এটি ব্রিটেনের ৫৭তম সাধারণ নির্বাচন। তবে ১৯৭৪ সালের পর প্রথম আগাম নির্বাচন। নিয়ম অনুযায়ী ২০২০ সালে হওয়ার কথা ছিল। আগাম নির্বাচনের বিরুদ্ধে বারবার বক্তব্য দিয়ে আসলেও ১৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়