Friday, June 16

ঈদে আসছে কামরুল ইসলামের নতুন গান


নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কানাইঘাটের কৃতিসন্তান জনপ্রিয় কন্ঠশিল্পী কামরুল ইসলামের প্রিয় একটি গান শ্রীঘ্রই বাজারে আসছে । শ্রোতাদের অনুরোধে তিনি গানটি গেয়েছেন। গানটি শ্রীঘ্রই কামরুল ইসলামের ইউটিউবে চ্যানেল (Kamrulsinger) (kgtp@gmail.com)-এ ভিডিও আকারে আপলোড করা হবে। গানটি সিলেটের সোনারগন স্টুডিও’র ব্যানারে প্রকাশ পেয়েছে।আর গানটির ভিডিও
নির্মাণ করেছেন সুহেল আহমদ এবং মিউজিকে ছিলেন হাসনাত কবির। এতে মডেল হিসেবেও পর্দায় পাওয়া যাবে শিল্পি কামরুল ইসলামকে। উল্লেখ্য,কামরুল ইসলাম মূলত সখের বশে গান করে থাকেন । ২০০৫ সালে সিলেটের একতারা ব্যান্ডের নাম্বার ওয়ান শিল্পী হিসেবে ব্যাপক পরিচিত পান তিনি। দেশের নামকরা শিল্পীদের সঙ্গেও মঞ্চে গান করেছেন। ২০০৬ সালে বের হয়েছিল তার প্রথম যৌথ অ্যালবাম 'কে হবে আমার সাথী’প্রথম এ্যালবাম বের হওয়ার কিছুদিনের মধ্যেই সিলেটের সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নেন কামরুল ইসলাম। তার
বাড়ি কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রামে। নতুন গানটি সম্পর্কে কামরুল ইসলাম বলেন, মূলত শ্রোতাদের অনুরোধে গানটি গাওয়া, গানটি কেমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিচারের ভার দর্শক-শ্রোতার উপর না হয় ছেড়ে দিলাম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়