কানাইঘাট নিউজ ডেস্ক: চীনের
উত্তরাঞ্চলীয় পার্বত্য হেবেই প্রদেশে একটি এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত ও
একজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার সিনহুয়াকে এ খবর জানায়।
কিননহুয়াংদাও নগরীর হাইগাং জেলার পিংদিঙ্গিয়ু গ্রামে বৃহস্পতিবার বিকেল ৩টা ২৬ মিনিটে আগুন লাগে। এতে পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হয়।
উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিননহুয়াংদাও নগরীর হাইগাং জেলার পিংদিঙ্গিয়ু গ্রামে বৃহস্পতিবার বিকেল ৩টা ২৬ মিনিটে আগুন লাগে। এতে পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হয়।
উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়