Thursday, June 29

কানাইঘাট পৌরসভার রাস্তা দখল করে মার্কেট নির্মাণ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌরসভার জনগুরুত্বপূর্ণ রাস্তা কানাইঘাট বাজার নোয়াম সেন্টার হইতে আল-রিয়াদ কমিউনিটি সেন্টার পর্যন্ত রাস্তার উপরে পৌর কোড অমান্য করে একটি পাকা মার্কেট নির্মাণ করায় রাস্তায় যানবাহন চলাচল ও জন যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রামের প্রবাসী নজির আহমদ পৌর মেয়র নিজাম উদ্দিনের বরাবরে গত ১৫ মে বাদী হয়ে পৌর কোড অমান্য করে রাস্তার একাংশ দখল করে শ্রীপুর গ্রামের জনৈক নুর হোসেন একটি পাকা মার্কেট নির্মাণ করছেন। এতে করে উক্ত মার্কেটের পাশে অবস্থিত প্রবাসী নজির আহমদ সহ রাস্তার উভয় পাশের বসবাসরত জনসাধারণের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পৌর কোড অমান্য করে নুর হোসেন কর্তৃক মার্কেট নির্মাণ করায় বর্তমানে উক্ত রাস্তার উন্নয়ন মূলক কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। জনস্বার্থে অবিলম্বে উক্ত সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক ও জনগণের যাতায়াতের পথ সুগম করার জন্য রাস্তার উপরে বৈদ্যুতিক খুটি ও নুর হোসেনের মার্কেটের একাংশ ভেঙ্গে রাস্তা প্রশস্তকরনের জন্য পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়