Thursday, June 29

কানাইঘাট পৌরসভার বাজেট ঘোষণা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের ১১ কোটি ৫৪ লক্ষ ৭০ হাজার ৪ শত ৪৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশ করেন পৌর মেয়র নিজাম উদ্দিন আল-মিজান। বাজেটে ২০১৭-২০১৮ অর্থবছরে পৌরসভার নিজস্ব সম্ভাব্য রাজস্ব আয় দেখানো হয়েছে ১৩ কোটি ১ লক্ষ ৫০ হাজার ২৬ টাকা ও ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৭৬ হাজার ৪৯ টাকা। রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ৯ শত ৭৭ টাকা। উন্নয়ন খাতে মোট সম্ভাব্য আয় দেখানো হয়েছে ১০ কোটি ২৩ লক্ষ ২০ হাজার ৪ শত ২৩ টাকা । প্রকল্প খাতে সম্ভাব্য ব্যায় দেখানো হয়েছে ১০ কোটি ১৭ লক্ষ ৭২ হাজার ৪ শত ৬৯ টাকা এবং সার্বিক উদ্বৃত্ত ৯ লক্ষ ৪০ হাজার টাকা দেখানো হয়েছে। ঘোষিত বাজেটে পৌরসভার রাজস্ব খাত, এডিপি সহ অন্যান্য সরকারী অনুদানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পৌর মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও পৌর সচিব মোঃ মনির উদ্দিনের পরিচালনায় বাজেট অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাজেট পেশকালে পৌরসভার মেয়র নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, তিনি পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণের পর পৌরবাসীর নাগরিক সেবার পরিধি বাড়ানো সহ কোটি কোটি টাকার উন্নয়ন মূলক কর্মকান্ড পৌরসভায় চলছে। গত ১৯ ফেব্রুয়ারী মহামন্য রাষ্ট্রপতির আদেশক্রর্মে স্থানীয় সরকার মন্ত্রণালয় কানাইঘাট পৌরসভাকে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নিত করা হয়েছে। তিনি আরো বলেন, জাপান উন্নয়ন সংস্থা জাইকা কানাইঘাট পৌরসভায় সরকারের সহযোগিতায় ১৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। উক্ত প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হলে পৌরবাসীর দুর্ভোগ লাঘব ও নাগরিক সেবার সার্বিক ধার উন্মোচিত হবে। কানাইঘাট পৌরসভা এই প্রথম রাজস্ব আয়ের ৪% মুক্তিযোদ্ধা ফান্ডে জমা করেছে যা একমাত্র কানাইঘাট পৌরসভার পক্ষে সম্ভব হয়েছে। কানাইঘাট পৌরসভাকে একটি মডেল আদর্শ পৌরসভায় পরিণত করতে তিনি পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন। মেয়র নিজাম উদ্দিন বলেন, জাতীয় সংসদের মাননীয় প্রধানমন্ত্রী বাজেটের উপর যে সমাপনী বক্তব্য রেখেছেন তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। প্রধানমন্ত্রী আ’লীগ সরকারের প্রস্তাবিত বাজেটের আবগারি শুক্ল একেবারে কমিয়ে আনা এবং নতুন করে ভ্যাট আইন জনগণের কল্যাণের স্বার্থে স্থগিত করে দেশবাসীর মনিকোটায় পরিণত হয়েছেন। বর্তমান সরকারের চলমান বাজেটকে যুগান্তকারী বাজেট উল্লেখ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়