Tuesday, June 13

পাহাড় ধসে হতাহতের ঘটনায় খালেদা জিয়ার শোক

পাহাড় ধসে হতাহতের ঘটনায় খালেদা জিয়ার শোক

কানাইঘাট নিউজ ডেস্ক: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ তিন জেলায় পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

অাজ মঙ্গলবার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক শোক বার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, পাহাড় ধসে শিশু, সেনা কর্মকর্তা সেনা সদস্যসহ বেশকিছু মানুষের প্রাণহানিতে দেশবাসীর ন্যায় আমিও ব্যথিত ও শোকাহত হয়েছি।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড় ধসে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে শিশু, সেনা কর্মকর্তাসহ সেনা সদস্য রয়েছে।
সূত্র: বিডি লা্ইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়