Thursday, June 15

কানাইঘাটে বিএনপির ইফতার মাহফিল ১৭ জুন


নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার ২১ রমজান কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা বিকেল ৪টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বিশেষ অতিথি হিসাবে থাকবেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ মামুন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। উক্ত ইফতার মাহফিলে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য কানাইঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম ও পৌর বিএনপির সভাপতি হাজী শরিফুল হক সকলের প্রতি আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়