কানাইঘাট নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়া বিতর্কিত দোকাদো দ্বীপপুঞ্জে সামরিক মহড়া শুরু করেছে। জাপানে তাকেশিমা নামে পরিচিত এ দ্বীপপুঞ্জ।
মহড়া দুই দিন ধরে চলবে এবং এতে দ্বীপপুঞ্জকে বহির্শক্তির সম্ভাব্য হামলা থেকে রক্ষার অনুশীলন চালানো হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী।
মহড়ায় সাত যুদ্ধজাহাজ এবং চার বিমান অংশ নিবে। এ ছাড়া, মহড়ার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার মেরিন বাহিনী দ্বীপপুঞ্জে অবতরণের অনুশীলন চালাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতি দু’বছর পর পর এ মহড়া অনুষ্ঠিত হয় এবং জাপান কঠোর প্রতিবাদ জানায়।
দোকাদো বা তাকেশিমা দ্বীপপুঞ্জ লিনওকোর্ট রকস দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। ১৯৫৪ সাল থেকে এ দ্বীপপুঞ্জ শাসন করছে দক্ষিণ কোরিয়া এবং এর ওপর সিউলের সার্বভৌমত্বের প্রতিবাদ জানিয়ে আসছে জাপান।
সূত্র: পার্সটুডে
মহড়া দুই দিন ধরে চলবে এবং এতে দ্বীপপুঞ্জকে বহির্শক্তির সম্ভাব্য হামলা থেকে রক্ষার অনুশীলন চালানো হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী।
মহড়ায় সাত যুদ্ধজাহাজ এবং চার বিমান অংশ নিবে। এ ছাড়া, মহড়ার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার মেরিন বাহিনী দ্বীপপুঞ্জে অবতরণের অনুশীলন চালাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রতি দু’বছর পর পর এ মহড়া অনুষ্ঠিত হয় এবং জাপান কঠোর প্রতিবাদ জানায়।
দোকাদো বা তাকেশিমা দ্বীপপুঞ্জ লিনওকোর্ট রকস দ্বীপপুঞ্জ নামেও পরিচিত। ১৯৫৪ সাল থেকে এ দ্বীপপুঞ্জ শাসন করছে দক্ষিণ কোরিয়া এবং এর ওপর সিউলের সার্বভৌমত্বের প্রতিবাদ জানিয়ে আসছে জাপান।
সূত্র: পার্সটুডে
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়