Saturday, June 24

'ভেবেছিলাম আমার ছবিকে মানুষ মাইনাস পয়েন্ট দেবে'

'ভেবেছিলাম আমার ছবিকে মানুষ মাইনাস পয়েন্ট দেবে'
কানাইঘাট নিউজ ডেস্ক: 'টিউবলাইট' ছবিটি দর্শকদের কাঁদিয়ে ছেড়েছে। তবে সমালোচকরা ছবিটির রেটিং খুব একটা ভালো দেননি। তবুও এ নিয়ে সালমান খান বেজায় খুশি।

সালমান বলেছেন, ভেবেছিলাম সমালোচকরা ছবিটিকে মাইনাস ৩/৪ দেবে। কিন্তু তারা এক, দেড় করে পয়েন্ট দিয়েছে। আমি খুবই খুশি।

ছবিটির সফলতা নিয়ে উদ্বিগ্ন কী না সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে সালমান বলেন, আমার চেহারার দিকে তাকান। উদ্বিগ্ন হওয়ার কোনো চিহ্ন এই মুখে নেই। আমি এসব নিয়ে ভাবি না। আমি জানি ছবিটি ভালো করবে এবং বেশ ভালোভাবেই হিট হবে।

ছবিটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে সালমান বলেন, শুনেছি মানুষ 'ভাই' (সালমান)কে কাঁদতে দেখলে কষ্ট পায়। ছবি দেখার পর দর্শকদের জিজ্ঞেস করেছি তারা হাসছে কী না? তারাও কাঁদছে। আমি তাদের সান্ত্বনা দিয়ে বলেছি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়