কানাইঘাট নিউজ ডেস্ক:
অতিবর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড় ধসে অনেক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন এসোসিয়েশন ফর ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট(এসিডি) কর্তৃপক্ষ। এক শোক বার্তায় এসিডি চেয়ারম্যান বদর উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমদ পাহাড় ধসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বার্তায় তারা বলেন,প্রিয়জন হারানো পরিবার ও তাদের স্বজনদের প্রতি হৃদয়গ্রাহী শোক ও সংহতি প্রকাশ করে এবং আহতদের দ্রুত ও পুরোপুরি সুস্থতার জন্য প্রার্থনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন অচিরেই স্বাভাবিক ধারায় ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। (বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়