নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার বিকেল ৪টায় শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের কানাইঘাট শাখার ব্যবস্থাপক মোঃ আইয়ূব আলীর সভাপতিত্বে ও শাখার বিনিয়োগ অফিসার মোঃ আজিজুর রহমানের পরিচালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌরসভার মেয়র মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্র্যাঞ্চ সিলেট শাখার মোঃ ফরিদ আহমদ, প্রধান আলোচক ছিলেন, কানাইঘাট গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. ইব্রাহিম আলী, অধ্যক্ষ মাওঃ আব্দুস সমি, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, পূবালী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক কবির আহমদ, কাউন্সিলার তাজ উদ্দিন। শাখার গ্রাহকবৃন্দ, কানাইঘাট বাজারের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়