Friday, June 16

কঠিন মনে হলেও মেসি নিরহংকারী: দেনিস

কঠিন মনে হলেও মেসি নিরহংকারী: দেনিস

কানাইঘাট নিউজ ডেস্ক: সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি মানুষ হিসেবেও অসাধারণ। এমনটা জানিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার দেনিস সুয়ারেস।

এ মিডফিল্ডার বলেন, বাইরে থেকে মেসিকে কিছুটা কঠিন মনে হলেও আর্জেন্টিনা অধিনায়ক আসলে নিরহংকারী একজন মানুষ।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তকে সুয়ারেস বলেন, 'আমি মেসিকেই হাইলাইট করবো'।

এমএসএন খ্যাত মেসি, লুইস সুয়ারেস ও নেইমারকে নিয়ে গড়া বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় ত্রয়ীর সঙ্গে ভালো সম্পর্ক আছে বলে জানালেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।

'প্রথম দিনেই তারা আমাকে অভিনন্দন জানিয়েছিল'। এই তিন জনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক আছে। যদিও লুইস (সুয়ারেসের) সঙ্গে আমার সব চেয়ে ভালো সম্পর্ক। ড্রেসিং রুমে আমি তার পাশেই থাকি।

এ মৌসুমটা বার্সেলোনার জন্য সুখকর না হলেও আগামী মৌসুম নিয়ে আশাবাদী সুয়ারেস, আমি আশা করি, অাগামী মৌসুমে আমরা তিনটি শিরোপার সবগুলোই জিতবো'।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়