Sunday, May 28

স্মরণ: মরমী কবি ক্বারী সুলাইমান


এম.রহমান কামাল :
সিলেট জেলার কানাইঘাট উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ও বহুগুণে গুণান্বিত ব্যাক্তিত্ব মরমী কবি ক্বারী সুলাইমান আহমদ। তিনি ছিলেন একাধারে এ জনপদের একজন যুগশ্রেষ্ঠ লেখক, গায়ক ও গ্রন্থ প্রণেতা। তার লিখা উল্লেখযোগ্য বই গুলোর মধ্যে রয়েছে আত্মশুদ্ধি, আত্মাসংযম, আত্মবিশ্বাস, আত্বসম্মান, আত্মাভক্তি, আত্মাজ্ঞান, আল্লাহরজ্ঞান, জাতির কল্যাণ, ন্যায় বিচারক, বিশ্ব ভ্রাতৃত্ব অর্জন, মানব মর্যাদা, মানব অধিকার, একমাত্র আল্লাহর এবাদত, মাতৃভুমির প্রতি শ্রদ্ধা, মাতা-পিতার সেবা করা, সৎ শিক্ষকদের সম্মান প্রদর্শন ইত্যাদি। মরমী কবি ক্বারী সুলাইমান আহমদ ১৯৫৩ ইংরেজীতে সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মরহুম মৌলভী সুনাহর আলী ও মাতার মরহুমা সাইফুল নেছা বেগম। তিনি শিশুকালে স্থানীয় মসজিদে দ্বীন শিক্ষা অর্জন করে উমরগঞ্জ মাদ্রাসায় ক্বারীআনা বিভাগে পড়াশোনা ও সরদারীপাড়া প্রাইমারী স্কুলে লেখাপড়া শেষ করে ঝিংগাবাড়ী হাইস্কুলে লেখাপড়া করেন। ছাত্র জীবনে তিনি মরমী কবি দুর্বীন শাহের কাছে বাদ্যযন্ত্র ও নিগুড় তত্ব শিক্ষা গ্রহণ করেন। তিনি স্কুল জীবনে অনেক সঙ্গীত ও কবিতা রচনা করে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে প্রচার করেন। তিনি সিলেটের (কাকুরা নিবাসী) মাওলানা সাখাওয়াত আলী পীর সাহেবের বয়েত হয়ে আধ্যাত্ব্যিক জ্ঞান অর্জন করেন। তিনি জীবিকা নির্বাহের জন্য সৌদি আরবে গিয়ে মরুভুমিতে বৃক্ষ রোপনের কাজের পাশাপাশি জেদ্দা পুরান এয়ারপোর্টের ভিতরে এন্টিকের দোকানে কাজ করার পাশাপাশি আমেরিকান ইউনির্ভাসিটি ইন কায়রো থেকে মার্কেটিং ডিপ্লোমা করে পবিত্র কোরআন ও ছহীহ বোখারী ৩ ভাষায় লিখেছেন। তাকে বহু সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে স্বর্নপদক দেওযা হয়। ক্বারী সুলাইমান আহমদ ইসলামী জ্ঞান অর্জনের জন্য হাদীসে বোখারী থেকে ১৫ শত হাদিস বাছাই করে বাংলা, আরবী ও ইংরেজী ভাষায় কয়েকটি বই লিখেছেন। বই গুলো হল- গাইডেন্স অফ আল্লাহ, লাইট অফ আল্লাহ, ডিকটেশন অব স্টুডেন্ট, ফাউন্ডেশন অব মুসলিম ইত্যাদি। এছাড়া গায়ক হিসেবে তিনি বাউল সঙ্গীত, জীবস্মৃত, মৃত্যুঞ্জয়ী, প্রেমাগ্নী, শান্তির সুর, সুলাইমানের সংগীত ইত্যাদি বই লিখেছেন। ক্বারী কারী সুলাইমান আহমদ বিশ্বের ৩৩টি দেশে ভ্রমণ করে ২২টি ভাষা আয়ত্ব করে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত দিয়েছেন। তিনি তার জীবনের অর্জিত অর্থদিয়ে এলাকার স্কুল, মাদ্রাসা, মসজিদসহ গরীব- দুঃখী মানুষের সেবা করেছেন। কারী সুলাইমান ২০০৯ইং সালের ২ মে রাত ৮টায় নিজ বাড়ীতে ৫৭ বছর বয়সে মারা যান ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়