নিজস্ব প্রতিবেদক:ঐতিহ্যবাহী কানাইঘাট ডিগ্রি কলেজ জাতীয়করণ হওয়ায় কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি দানপত্র দলিল সম্পাদনের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকাল ২টায় কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫(কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কানাইঘাট কলেজের গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন কলেজের যাবতীয় সম্পত্তির দলিল হস্তান্তর করেন। কলেজের অধ্যক্ষ শামসুল আলম মামুনের সভাপতিত্বে ও অধ্যাপক ফরিদ আহমদের পরিচালনায় দানপত্র দলিল সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেন, কানাইঘাট কলেজ জাতীয়করণ হওয়ার মধ্য দিয়ে এ অঞ্চলের উচ্চ শিক্ষার যাত্রা আরো ত্বরান্বিত হবে। এখান থেকে শিক্ষার্থীরা উচ্চ ডিগ্রি অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দলিল সম্পাদন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসাইন, উপজেলা জাপার সভাপতি এড. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এমএ হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, কলেজ গভর্ণিং বডির অভিভাবক সদস্য মঈন উদ্দিন মেম্বার, মখলিছুর রহমান, ইয়াকুব আলী, সাবেক গভর্ণিং বডির সদস্য সাংবাদিক আব্দুন নুর, জাতীয় পার্টির নেতা হাজী আব্দুল মালিক বটই মহাজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়