Sunday, May 28

এখন আর বিমানে বসে কথা বলিনা: কপিল

এখন আর বিমানে বসে কথা বলিনা: কপিল

কানাইঘাট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া থেকে শো করে ফেরার পথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কপিল শর্মা ও সুনীল গ্রোভার। শোনা যায়, বিমানে সুনীলকে মারধর ও গালিগালাজ করেন কপিল। পরবর্তীতে শোয়ের শুটিং করেননি সুনীল।

সুনীল গ্রোভারের পর শোয়ের অন্য দুই সদস্য আলি আসগর ও চন্দন প্রভাকরও শোয়ে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন। ফলে বন্ধ হয়ে যায় ‘দ্য কপিল শর্মা শো’।
 
চ্যানেল কর্তৃপক্ষ কপিলকে টিআরপি বাড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেন। এবার সেই চ্যালেঞ্জের মুখে অভিনব পথ বেছে নিলেন কপিল।

নিজের শো-তে বিমানে সুনীলের সঙ্গে ঝামেলাকেই জোকস হিসেবে পরিবেশন করলেন তিনি। গত শনিবারের এপিসোডে সেই জোকস দেখেছেন দর্শক।
 
শো-এর সেটে একটি নকল বিমান তৈরি করা হয়। দেখা যায়, সেখানে অভিনেতারা নিজেদের মধ্যে ঝগড়া করছেন। কিন্তু কপিল একপাশে প্রায় আলাদা বসে রয়েছেন।

তখন কমেডিয়ান কিকু সারদা এয়ারহোস্টেসের বেশে কপিলের কাছে এলে তিনি বলেন, 'আমি এখন আর বিমানের মধ্যে বসে কথা বলি না'। কারণ কখন কি হয় বলা তো যায় না।
 
সম্প্রতি টেলিভিশন রেটিংয়ে ওই শো প্রথম পাঁচে জায়গা পায়নি। কিন্তু ট্রেন্ড অনুযায়ী, এই শো-এর প্রথম পাঁচে থাকাটা এক সময় ছিল স্বাভাবিক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়