কানাইঘাট নিউজ ডেস্ক: ধীরে
ধীরে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে ব্রিটেনের এনএইচএস হ্যাকিং ম্যালওয়্যার৷
ইউরোপ, এশিয়ার একাধিক কোম্পানি ও ব্যক্তির কম্পিউটারে ছড়িয়ে পড়ছে এই
ভাইরাস৷ এই ভাইরাসের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কম্পিউটার, ল্যাপটপে থাকা ফাইল
গুলি৷ যতক্ষণ না টাকা দেওয়া হচ্ছে খোলা যাচ্ছে না সেই ফাইল৷
প্রথম এই ভাইরাসের অ্যাটাক হয় ব্রিটেনের ন্যাশানল হেলথ সার্ভিসের সিস্টেমে৷ বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন ও রাশিয়া৷ এনএইচএস-য়ের চেয়েও বেশি পরিমাণ ক্ষতি ঘটাবে সক্ষম এই ভাইরাস৷
এমনটাই জানিয়েছেন সাইবার সিকিউরিটি ফার্ম, অ্যানামোলি ল্যাবের সিকিউরিটি স্ট্র্যাটেজি ডিরেক্টর ত্রাভিশ ফারাল৷ টাকা দিলে তাদের কম্পিউটার বা ল্যাপটপের ফাইল গুলি পুনরায় ফিরে পাওয়া যাচ্ছে৷
রিপোর্টে থেকে জানা গিয়েছে, Wanna Decryptor নামের ম্যালওয়্যারটি সাধারণত সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা ব্যবহার করতেন সপ্তাহ খানেক ধরে৷ তবে যা ছড়িয়ে পড়ছে তা এই ম্যালওয়্যারের আপডেটেড ভার্সন৷
প্রথম এই ভাইরাসের অ্যাটাক হয় ব্রিটেনের ন্যাশানল হেলথ সার্ভিসের সিস্টেমে৷ বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন ও রাশিয়া৷ এনএইচএস-য়ের চেয়েও বেশি পরিমাণ ক্ষতি ঘটাবে সক্ষম এই ভাইরাস৷
এমনটাই জানিয়েছেন সাইবার সিকিউরিটি ফার্ম, অ্যানামোলি ল্যাবের সিকিউরিটি স্ট্র্যাটেজি ডিরেক্টর ত্রাভিশ ফারাল৷ টাকা দিলে তাদের কম্পিউটার বা ল্যাপটপের ফাইল গুলি পুনরায় ফিরে পাওয়া যাচ্ছে৷
রিপোর্টে থেকে জানা গিয়েছে, Wanna Decryptor নামের ম্যালওয়্যারটি সাধারণত সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা ব্যবহার করতেন সপ্তাহ খানেক ধরে৷ তবে যা ছড়িয়ে পড়ছে তা এই ম্যালওয়্যারের আপডেটেড ভার্সন৷
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়