Thursday, May 25

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল --কানাইঘাটে জেলা পরিষদ চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নে রোল মডেলে পরিণত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগণের দোড় গোড়ায় সরকারের সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ড পৌঁছে দিতে স্থানীয় সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের তৃণমূল পর্যায়ের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়ারম্যান ও মেম্বারদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছেন। তাই সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাদের দৈনন্দিন সব ধরনের কাজ করতে পারছেন। এড. লুৎফুর রহমান বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট সাঁতবাক ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের ৬কেটি ৩০লক্ষ ৩০হাজার টাকার বাজেট ঘোষনা উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউপি সদস্য শাব্বির আহমদের পরিচালনায় নতুন করে কোন ধরনের কর আরোপ ছাড়াই টিআর, কাবিটা, কাবিখা, এলজিএসপি, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, মাননীয় সংসদ সদস্য কর্তৃক, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, পানি উন্নয়ন বোর্ড সহ কয়েকটি খাতে বড় ধরনের অর্থ বরাদ্ধের পরিমাণ রেখে এবং স্বাস্থ্য স্যানিটেশন, যোগাযোগ, শিক্ষা খাতের অগ্রাধিকার দিয়ে ২০১৭-১৮ অর্থ বছরের ৬কেটি ৩০লক্ষ ৩০হাজার টাকা ও ৬ কোটি ১লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয় দেখিয়ে এবং ১ লক্ষ ৫৫ হাজার উদ্ধৃত রেখে বাজেট ঘোষণা করেন সাঁতবাক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। বাজেট পেশকালে তিনি তার বক্তব্যে বলেন সিলেট জেলার মধ্যে সাঁতবাক ইউপির সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছে। স্থানীয় এমপি, জেলা পরিষদ, উপজেলা
পরিষদসহ অন্যান্য দাতা গোষ্টি ও এনজিও খাত থেকে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি এ বাজেট বাস্তবায়ন করে সাঁতবাক ইউপিকে উন্নয়নের রোল মডেলে নেওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন। চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে উক্ত বাজেট অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সাজনা সুলতানা চৌধুরী, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, সাঁতবাক ইউপি আ’লীগের সভাপতি মখদ্দছ আলী, সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুন নুর, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম। ইউপি সচিব আব্দুল জব্বার সহ বাজেট অধিবেশনে সকল ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাখেন। জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশকে একজন কর্মট যোগ্য চেয়ারম্যান আখ্যায়িত করে বলেন, তার নেতৃত্বে সাতবাঁক ইউনিয়ন
সিলেট জেলার মধ্যে উন্নয়নের ক্ষেত্রে একটি মডেল ইউনিয়ন হিসাবে স্বীকৃতি পাবে। সেই সাথে
তিনি জেলা পরিষদের পক্ষ থেকে কানাইঘাটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বস্থ করেন। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান দলইমাটি লোভার মুখ রাস্তা হইতে ভাড়ারিমাটি গ্রামের কর্মসৃজন   প্রকল্পের   অর্থায়নে   ৭   লক্ষ   টাকা   ব্যায়ে   কাঁচা   রাস্তার   কাজের   শুভ   উদ্বোধন   করেন   এবং ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জেলা পরিষদ কর্তৃক স্যানিটেশন সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়