Wednesday, May 17

'ভবিষ্যতের জন্যে এখন নতুন নেতৃত্ব খোঁজা উচিত'

'ভবিষ্যতের জন্যে এখন নতুন নেতৃত্ব খোঁজা উচিত'

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আমার মনে হয় ভবিষ্যতের জন্যে আমাদেরও এখন নতুন নেতৃত্ব খোঁজা উচিত । আজকে (বুধবার) ৩৫ বছর পেরিয়ে ৩৬ বছরে পা দিলাম এই আওয়ামী লীগে। এত লম্বা সময় কেউ কখনও দায়িত্বে থাকে না।’

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার গণভবনে দলটির নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা আরও বলেন, ‘জীবন-মৃত্যুর আমি পরোয়া করি না, এটা ঠিক। কিন্তু মৃত্যুকে তো আমি বার বার সামনে থেকে দেখেছি। বার বার আমার ওপরে আঘাত এসেছে। কখনও ভয়ও পাইনি, ঘাবড়াইনি। বিশ্বাস ছিল- আল্লাহ জীবনটা দিয়েছেন, দায়িত্বটা দিয়েছেন, নিশ্চয়ই তিনি আমাকে দিয়ে কিছু কাজ করাবেন বলে। আর সেটা নিশ্চয়ই আমার আব্বারই আকাঙ্ক্ষা। তাদেরই চাওয়া, তাদেরই আশীর্বাদ, সেজন্যই করতে পারছি।’

শেখ হাসিনা বলেন, ‘হত্যার বিচার করেছি। যেদিন স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো, সেই দিন আব্বার আত্মা শান্তি পাবে। আর ষড়যন্ত্রকারীদের উপযুক্ত জবাব দিতে পারবো।’

তিনি বলেন, ‘নিশ্চয়ই আমার ওপর আল্লাহর রহমতের ছায়া আছে। বহুবার হত্যার চেষ্টা আছে।’

১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরার সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে বঙ্গবন্ধুর কন্যা বলেন, 'সেদিন মানুষের ঢল নেমেছিল বলে জিয়াউর রহমান আমাকে বাধা দিতে পারেননি।  জিয়াউর রহমানের নির্দেশ ছিল, আমরা যেন দেশে ফিরতে না পারি। আমরা ১৫ আগস্ট হত্যার তদন্তে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করেছিলাম। কিন্তু জিয়াউর রহমান তাদের বাংলাদেশে আসতে ভিসা দেননি ।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘লন্ডনে ফোন করে বলা হয়, আমাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়েছে। আওয়ামী লীগের মতো বিশাল দলের দায়িত্ব নিতে হবে কখনও ভাবিনি।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়