নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ডাঃ মুজাম্মিল আলী ওয়েল ফেয়ার ট্রাষ্টের উদ্যোগে, ১০তম মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার সনদপত্র প্রদান এবং কানাইঘাট ডিগ্রি কলেজের নব নির্বাচিত গভর্ণিং বডির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের উপদেষ্টা ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদের সভাপতিত্বে ও ট্রাস্টের জেনারেল সেক্রেটারী কানাইঘাট কলেজ গভর্ণিং বডির সদস্য মোঃ মখলিছুর রহমান মেম্বারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতি কানাইঘাট শাখার সভাপতি মোঃ জার উল্লাহ, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর উদ্দিন, উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী,সংবর্ধিত অতিথি কানাইঘাট কলেজ গভর্ণিং বডির অভিভাবক সদস্য মঈন উদ্দিন মেম্বার, ডাঃ ইয়াকুব আলী, হামিদা ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুশ শুক্কুর, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, আন্দুরমুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, বক্তব্য রাখেন মাস্টার আব্দুল কাদির জিলানি, স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সেক্রেটারী কানাইঘাট ডিগ্রি কলেজ গভর্ণিং বডির অভিভাবক সদস্য মখলিছুর রহমান মেম্বার। সভায় বক্তারা বলেন, ডাঃ মুজম্মিল আলী কানাইঘাটের একজন গুণীজন ব্যক্তি এবং খ্যাতনামা চিকিৎসক ছিলেন। তার সুযোগ্য পুত্র যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা তার পিতার নামে এ ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করে দীর্ঘ ১০ বছর ধরে কানাইঘাটে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের বৃত্তি প্রদান করে আসছেন। এতে করে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী এবং বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত ৬৭ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান সনদ এবং কলেজ গভর্ণিং বডির নির্বাচিত তিনজন সদস্যকে ট্রাস্টের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে অতিথিবৃন্দ। প্রসজ্ঞত যে, কানাইঘাটের সার্বিক শিক্ষার উন্নয়নের পাশাপাশি ডাঃ মুজম্মিল আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল হোসেন এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, দরিদ্র মানুষের বাড়ীঘর প্রদান, বিশুদ্ধ পানির ব্যবস্থার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান এবং এলাকার ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়নে অবদান রেখে আসছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়