Thursday, May 25

চীনের কর্তৃত্বের দাবিকে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের

চীনের কর্তৃত্বের দাবিকে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের

কানাইঘাট নিউজ ডেস্ক: দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কর্তৃত্বের দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কৌশলগতভাবে ওই নৌপথে বেইজিংকে চ্যালেঞ্জ জানালো যুক্তরাষ্ট্র।    

এই এলাকাটির মালিকানার দাবি নিয়ে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরেই দেশটির পূর্ব-দক্ষিণের প্রতিবেশী দেশগুলোর বিরোধ চলছে।

সেই হিসেবে ‘ফ্রিডম অব নেভিগেশন’ অভিযানে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগরের ওই এলাকায় যায়। এ ঘটনায় চীন ফুঁসে উঠবে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

ওই পর্যবেক্ষকরা জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ সাগরটির ক্ষুদ্র দ্বীপ, প্রবাল প্রাচীর দিয়ে টহল দিয়েছে। এতে চীন ক্ষুব্ধ হয়ে উঠতে পারে।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচীর লাগাম টেনে ধরতে ট্রাম্প যখন বেইজিংয়ের সহযোগিতা কামনা করছেন তখনই চীনকে ক্ষুব্ধ করার মতো পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়