কানাইঘাট নিউজ ডেস্ক:
রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে বৈঠকে বসবেন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। আগামীকাল রোববার রাতে এ সভা অনুষ্ঠিত
হবে। সভায় সভাপতিত্ব করবেন খালেদা জিয়া।
শনিবার বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার কার্যালয়ে হঠাৎ পুলিশি তল্লাশি এবং দলীয় কর্মকাণ্ড গুরুত্ব পাবে।
উল্লেখ্য, আজ শনিবার সকাল আটটা থেকে শুরু করে দেড় ঘণ্টার কিছু বেশি সময় ধরে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ।
পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার আশরাফুল করিম জানিয়েছেন, আদালতের পরোয়ানা থাকায় তল্লাশি হয়েছে।
শনিবার বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার কার্যালয়ে হঠাৎ পুলিশি তল্লাশি এবং দলীয় কর্মকাণ্ড গুরুত্ব পাবে।
উল্লেখ্য, আজ শনিবার সকাল আটটা থেকে শুরু করে দেড় ঘণ্টার কিছু বেশি সময় ধরে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ।
পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার আশরাফুল করিম জানিয়েছেন, আদালতের পরোয়ানা থাকায় তল্লাশি হয়েছে।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়