Sunday, May 28

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

কানাইঘাট নিউজ ডেস্ক: ইরাকের পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ালার রাজধানী বাকুবা নগরীতে রোববার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন নিহত ও অপর ১৬ জন আহত হয়েছে।

প্রাদেশিক পুলিশের এক সূত্র একথা জানায়।

সকালবেলা এই হামলা চালানো হয়। একজন আত্মঘাতী বোমা হামলাকারী শরীরে বিস্ফোরক বেঁধে সরকারি কম্পাউন্ড ও পাশের আদালত ভবন অভিমুখী একটি রাস্তায় প্রবেশের চেষ্টা করে। এ সময়ে একটি চেকপয়েন্টে পুলিশ তাকে বাধা দিলে সে শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়।

বাকুবার মধ্যাঞ্চলে অবস্থিত ওই সরকারি কম্পাউন্ড থেকে প্রায় ৩শ মিটার দূরে বিস্ফোরণটি ঘটে। বাকুবা রাজধানী বাগদাদ থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

এই ঘটনায় তিন বেসামরিক লোক নিহত হয়েছে। আহতদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছে। আহতদের অধিকাংশ সরকারি কর্মী। তারা তখন অফিসে যাচ্ছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়