কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের জন্য নতুন কোচ নির্বাচন করেছে বাংলাদেশ ফুটবল
ফেডারেশন (বাফুফে)। ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের
হাতে যাচ্ছে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব। টম সেইন্টফিটের বরখাস্ত হওয়ার পর এই
কোচের নিয়োগ হতে যাচ্ছে।
আজ বাফুফের জাতীয় দল কমিটির সভায় নতুন কোচ হিসেবে ওর্ডের নিয়োগ চূড়ান্ত হয়েছে। তিন দিন আগে তার সঙ্গে লন্ডনে কথা পাকাপাকি করেন জাতীয় দল কমিটির প্রধান সাংসদ কাজী নাবিল।
৩৭ বছর বয়সী এই কোচ আগামী মাসের প্রথম থেকে থেকে কাজে শুরু করবেন বলে জানা গেছে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ন্যাশনাল টিমস কমিটির বুধবারের সভায় সর্বসম্মিতক্রমে তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী মাসের শুরুতে তিনি দায়িত্ব নেবেন।
জাতীয় দলের হয়ে পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকা এই কোচ ২০১৩ সাল থেকে সহকারী কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ায় ‘এ’ লিগের পার্থ গ্লোরি দলের সঙ্গে। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে ওর্ড আধা পেশাদারি ফুটবল খেলেছেন। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত কোচ হিসেবে কাজ করেছেন থাইল্যান্ডের দুটি ক্লাবে।
আজ বাফুফের জাতীয় দল কমিটির সভায় নতুন কোচ হিসেবে ওর্ডের নিয়োগ চূড়ান্ত হয়েছে। তিন দিন আগে তার সঙ্গে লন্ডনে কথা পাকাপাকি করেন জাতীয় দল কমিটির প্রধান সাংসদ কাজী নাবিল।
৩৭ বছর বয়সী এই কোচ আগামী মাসের প্রথম থেকে থেকে কাজে শুরু করবেন বলে জানা গেছে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ন্যাশনাল টিমস কমিটির বুধবারের সভায় সর্বসম্মিতক্রমে তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী মাসের শুরুতে তিনি দায়িত্ব নেবেন।
জাতীয় দলের হয়ে পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকা এই কোচ ২০১৩ সাল থেকে সহকারী কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়ায় ‘এ’ লিগের পার্থ গ্লোরি দলের সঙ্গে। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে ওর্ড আধা পেশাদারি ফুটবল খেলেছেন। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত কোচ হিসেবে কাজ করেছেন থাইল্যান্ডের দুটি ক্লাবে।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়