Sunday, May 21

ক্লাবের ডিএনএ-তেই আছে ম্যাচ জেতা: জিদান

ক্লাবের ডিএনএ-তেই আছে ম্যাচ জেতা: জিদান

কানাইঘাট নিউজ ডেস্ক: ২০১২ সালের পর লিগ শিরোপা জিততে শেষ ম্যাচে মালাগার বিপক্ষে আর ১ পয়েন্ট পেলেই চলবে রিয়াল মাদ্রিদের। সেই হিসেবে মালাগার বিপক্ষে জয় কিংবা ড্রই যথেষ্ট জিদানের শিষ্যদের।

তবে ড্র নয়, মালাগাকেই হারিয়েই শিরোপা উদযাপন করতে চান জিনেদিন জিদান।

আর সে লক্ষ্যে দলের সবাই মানসিকভাবে দৃঢ় ও শারীরিকভাবে দারুণ অবস্থায় আছে বলে জানিয়েছেন রিয়াল কোচ।
 
জিদানের বিশ্বাস, শিরোপা জিততে শেষ ম্যাচ যা করার তা করবে তার দল।

জিদান বলেন, লা লিগা জেতা কতটা কঠিন, আমরা জানি। তবে এটাও ঠিক আমাদের ক্লাবের ডিএনএ-তেই আছে ম্যাচ জেতা।

ফরাসি এই কোচ আরো বলেন, এটা ৩৮ ম্যাচের লড়াই। আপনাকে দেখাতে হবে যে, আপনি সব সময়ই জিততে চান। খেলোয়াড়রা অসাধারণ খেলেছে এবং যা করছি আমরা তার যোগ্য। তারা শীর্ষে আছে এবং এভাবেই শেষ করতে হবে।

তারপর দেখা যাক, কি হয়। আমরা এখনও লা লিগা জিতিনি। তবে আমরা অনেক পরিশ্রম করেছি এবং মাঠে আমরা সর্বস্ব দিয়ে লড়ব।

রিয়াল হারলে সম্ভাবনার দ্বার খুলে যাবে বার্সেলোনার। সেক্ষেত্রে এইবারকে হারালেই মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে টানা তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হবে কাম্প নউয়ের ক্লাবটি।

এ বিষয়ে বেশ সতর্কই জিদান।

তিনি বলেন, শেষ সেকেন্ড পর্যন্ত আমরাও হাল ছাড়ব না। আমরা এটা আগেই জিততে চেয়েছিলাম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়