কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিল এলাকার ‘আসমা’ নামের আবাসিক হোটেল থেকে রোববার রাতে জামাল হোসেন (৩৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত ১১ মে মতিঝিল থানাধীন ফকিরাপুলের আসমা নামের আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ৫ নম্বর কক্ষটি ভাড়া নেন জামাল। গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত দরজা না খোলায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। পরে তারা দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। রাত সাড়ে ৯টার দিকে দরজা ভেঙে দেখতে পান খাটে পড়ে আছেন জামাল।
পরে পুলিশ ও হোটেলের কর্মকর্তারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হোটেলের ব্যবস্থাপক জুয়েল বলেন, আমরা বুঝতে পারছি না কিভাবে কী হলো। তিনি স্ট্রোক করে মারা গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছি।
জানা যায়, গত ১১ মে মতিঝিল থানাধীন ফকিরাপুলের আসমা নামের আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ৫ নম্বর কক্ষটি ভাড়া নেন জামাল। গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত দরজা না খোলায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। পরে তারা দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। রাত সাড়ে ৯টার দিকে দরজা ভেঙে দেখতে পান খাটে পড়ে আছেন জামাল।
পরে পুলিশ ও হোটেলের কর্মকর্তারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হোটেলের ব্যবস্থাপক জুয়েল বলেন, আমরা বুঝতে পারছি না কিভাবে কী হলো। তিনি স্ট্রোক করে মারা গিয়ে থাকতে পারেন বলে ধারণা করছি।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়