Wednesday, May 17

কানাইঘাটে রিভলবার ও ইয়াবাসহ ৩ জন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশ গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট পৌরসভার সুরইঘাট সড়কের পাবলিক স্কুলের সামনে থেকে একটি দেশীয় তৈরি রিভলবার ও ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মোটর সাইকেল আরোহীকে গ্রেফতার করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই অজিত কুমার তালুকদার, পিযুষ কান্তি দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা সদর থেকে সুরইঘাটে যাবার পথে পাবলিক স্কুলের সামনে মোটর সাইকেল গতিরোধ করে কানাইঘাট সদর ইউপির হালাবাদী বড়কান্দি গ্রামের মৃত এতিম আলীর পুত্র ইব্রাহিম আলী (৪০), পৌরসভার রায়গড় গ্রামের জালাল উদ্দিনের পুত্র আলী হোসেন (২০) ও একই গ্রামের জামাল উদ্দিনের পুত্র আশিক উদ্দিন (১৯) আটক করে ৮০ পিস লাল ইয়াবা ট্যাবলেট এবং একটি দেশীয় তৈরী রিভলবার উদ্ধার করেন। অভিযানের নেতৃত্বদানকারী এসআই অজিত কুমার তালুকদার স্থানীয় সাংবাদিকদের জানান এ তিনজন মোটর সাইকেল আরোহীর দেহ ও মোটর সাইকেল তল্লাশী করে মোটর সাইকেলের সিটের নিচে ষ্টারফিল্টার সিগারেটের একটি খালি পেকেটের ভিতরে ছোট পলিথিনের প্যাকেটে রতি লাল রঙ্গের ৮০পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরী স্প্রিং বিহীন সচল রিভলবার উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়। এব্যাপারে থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃত এ তিনজনের বিরুদ্ধে বুধবার পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। থানার অস্ত্র মামলা নং-১০, মাদক মামলা নং- ১১, তাং- ১৭/০৫/২০১৭ইং। গ্রেফতারকৃত ইব্রাহিম আলীর স্বজনরা জানিয়েছেন, মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন মোটর সাইকেলের সিটের ভিতরে অস্ত্র ও ইয়াবা রেখে দিয়ে তাকে ফাঁসিয়েছে। গত মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ইব্রাহিম আলী গ্রেফতারকৃত আলী হোসেন ও আশিক উদ্দিনের সাথে থানায় একটি সালিশ বিচারে ছিলেন। মোটরসাইকেলটি থানায় রাখা ছিল। থানা থেকে বাড়ীতে যাবার পথে তাকে রাস্তায় ইয়াবা ও রিভলবার দিয়ে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দ্বারা তদন্তের দাবী জানিয়েছেন গ্রেফতারকৃতদের স্বজনরা। এসআই অজিত কুমার তালুকদার জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইব্রাহিম আলী সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ইব্রাহীম আলীর মোটর সাইকলের সিট লক করা ছিল। এর ভিতর থেকে ইয়াবা ট্যাবলেট ও রিভলবার উদ্ধার করা হয়েছে। এদিকে কানাইঘাট উপজেলায় প্রথমবারের মতো পুলিশের হাতে ইয়াবা ট্যাবলেট আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগে ইয়াবা ট্যাবলেট সহ কেউ গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়