Saturday, May 13

কানাইঘাটে হুইপ সেলিম: জনগণের ভাগ্য পরিবর্তনে সরকারি ও বিরোধী দল একসাথে কাজ করে যাচ্ছে


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন বর্তমান সরকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের ভাগ্য পরিবর্তন ও পাশাপাশি বিভিন্ন ভাতার আওতায় আনার মাধ্যমে বিনামূল্যে চাল সহ খাদ্য দ্রব্য বিতরণ করে আসছে। সেই সাথে দেশের গ্রাম পর্যায়ের টেকসই উন্নয়নে সংসদে সরকার ও বিরোধী দলের এমপিরা দেশের স্বার্থে একসাথে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ খেলাধূলায় এগিয়ে যাচ্ছে। তরুণ ও যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহ তৈরি করার জন্য গ্রাম পর্যায়ে ফুটবল সহ অন্যান্য খেলাধূলার আয়োজন করার জন্য তিনি ক্রীড়া সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন। সেলিম উদ্দিন এমপি শনিবার বেলা ১টায় কানাইঘাট ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ২০১৬-১৭ অর্থ বছরে এডিপির উদ্যোগে জনসাধারণের মধ্যে আরসিসি রিং পাইপ বিতরণ ও ইউনিয়নের দরিদ্রদের মধ্যে বিজিটির চাল বিতরণ এবং অত্র ইউনিয়নের দর্পনগর সোনার বাংলা ও সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বিকেল ৩টায় দর্পনগর দক্ষিণ মাঠে ১৩ তম স্বর্ণকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী পৃথক অনুষ্ঠানে সেলিম উদ্দিন এমপি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন পরিষদের রিংপাইপ ও চাল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা জাপার সিনিয়র সভাপতি আব্দুস সহিদ লস্কর বশির, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল সহ পরিষদের সদস্যবৃন্দ। অপরদিকে দিঘীরপাড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাপার সিনিয়র সভাপতি আব্দুস সহিদ লস্কর বশির, সিলেট জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন,লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি'র চেয়ারম্যান ডা:ফয়েজ আহমদ,মহানগর জাপার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, বিশিষ্ট সমাজসেবক মনসুর আলম লস্কর, দিঘীরপাড় ইউপি জাপার সভাপতি ওলিউর রহমান দলপতি, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, জাপা নেতা মানিক উদ্দিন, বেলাল উদ্দিন, মান্না আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক, লুৎফুর রহমান ,যুবলীগ নেতা রুহীন চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়