Saturday, May 13

স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ-র তৃতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের প্রসিদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ-র উদ্যোগে আয়োজিত সাধারণ সভায় ২০১৭-১৮ সালের কার্যকরী পরিষদ গঠন সম্পন্ন হয়েছে। নগরীর শিবগঞ্জ মোহিনীপাড়ায় শনিবার আয়োজিত এই সাধারণ সভায় সংগঠনের ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ নির্বাচিত করা হয়। প্রাণবন্ত আলোচনা শেষে সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিছবা উল হক চৌধুরী-কে সভাপতি ও সিলেট লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভীর আহমেদ পারভেজ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনের তৃতীয় কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি: জাহাঙ্গীর আলম (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়); সহ সাধারণ সম্পাদক: তাসনীম আজাদ রাবী (ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি); সাংগঠনিক সম্পাদক: আখতার মাহফুজ (লিডিং ইউনিভার্সিটি); সহ: সাংগঠনিক সম্পাদক: শাকিল আহমদ (এমসি কলেজ); অর্থ ও ব্যবস্থাপনা সম্পাদক: শামীম আহমদ ( এমসি কলেজ) ; সহ: অর্থ ও ব্যবস্থাপনা সম্পাদক: আশরাফ আহমদ (কানাইঘাট কলেজ); প্রচার সম্পাদক : সাইফুর রহমান তাহের (এমসি কলেজ); সহ প্রচার সম্পাদক : নাসিম আহমদ (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়); দপ্তর সম্পাদক: ইউসুফ সামিয়ান চৌধুরী (এমসি কলেজ); স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: শাহজাহান রোমান ( ইন্টার্ণ ডাক্তার-ডিএমএফ); সংস্কৃতি সম্পাদক: দেলোয়ার হুসেন (কানাইঘাট কলেজ); ধর্ম বিষয়ক সম্পাদক: আবু তালহা (লিডিং ইউনিভার্সিটি); সহ: ধর্ম বিষয়ক সম্পাদক: সাহেদুল আম্বিয়া (এমসি কলেজ); পরিবেশ বিষয়ক সম্পাদক: মো. মোছাদ্দেক হুসেন (শাবিপ্রবি); আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ইউনুছুর রহমান রুমন ( আমেরিকা); সহ: আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : নাজমুন নাহার নওরীন (ইউনিভার্সিটি অব ক্যালিগেরি,কানাডা); আপ্যায়ন সম্পাদক: আব্দুল্লাহ আল মাহফুজ (কানাইঘাট কলেজ); প্রকাশনা সম্পাদক: জুবায়ের আহমদ জুয়েল (মদন মোহন কলেজ); তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক: আনুসুজ্জামান ফাহিম (মেট্রোপলিটন ইউনিভার্সিটি) ; শিক্ষা বিষয়ক সম্পাদক: আকরাম হুসাইন (শাবিপ্রবি); ক্রীড়া সম্পাদক: শ্রীকান্ত দাস সঞ্জয় (শাবিপ্রবি); মহিলা বিষয়ক সম্পাদক: শামীমা আক্তার ইমা (নর্থইস্ট ইউনিভার্সিটি); সহ: মহিলা বিষয়ক সম্পাদক: শান্তা চক্রবর্তী ( কানাইঘাট কলেজ) কার্যনির্বাহী সদস্য: আশরাফুল বারী তারেক (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়); সুহেল আহমদ (এমসি কলেজ); নিশাত তাবাসসুম নিশি (কানাইঘাট কলেজ); রুসেল আহমদ (বাংলাদেশ সেনাবাহিনী); আব্দুল্লাহ আল মামুন পাভেল ( কানাইঘাট কলেজ); সাইফুর রহমান (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়); মনির আহমদ (কানাইঘাট কলেজ); বুরহান উদ্দিন (নোয়াখালী।ম্যাটস); মো. কিবরিয়া (কানাইঘাট কলেজ);মো. আবছার আলম (মদন মোহন কলেজ); আবুল কাওসার জাভেদ ( সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়); মো. রেজওয়ান (সিলেট ওসমানী মেডিকেল কলেজ); কামরুজ্জামান (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়); আব্দুল্লাহ আল মিজান (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়), আব্দুর রহমান তামীম (এমসি কলেজ); শহীদুর রহমান (শাবিপ্রবি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়