নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ডোনা বিজিবি ক্যাম্পের জওয়ানরা ৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ ও ৫’শ ভারতীয় রুপি সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোরাকারবারী উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ডোনা পাতিছড়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র হোনা মিয়া (২৬) কে শুক্রবার কানাইঘাট থানায় সোপর্দ করেছে বিজিবি। জানা যায়, ডোনা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মাজেদুল ইসলাম শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ডোনা পাতিছড়া এলাকায় টহলের সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হোনা মিয়ার দেহ তল্লাশী করে ৬ বোতল ভারতীয় অফিসার্স মদ ও ৫’শ ভারতীয় রুপি সহ তাকে আটক করেন। এসময় হোনা মিয়ার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় ডোনা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মাজেদুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ভারতীয় মুদ্রা আইনে গ্রেফতার হোনা মিয়া সহ আরো ৪ জনকে আসামী করে দু’টি পৃথক মামলা দায়ের করেছেন। ক্যাম্পের নায়েব সুবেদার মাজেদুল ইসলাম জানিয়েছেন, ডোনা বিজিবি ক্যাম্পের নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়