Sunday, May 14

কানাইঘাটে কৃষিপণ্য বাজারজাতকরণ দেখতে ডেনমার্ক দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের হেড অব কো-অপারেশন পিটার বোগ জেনসেন এবং আইএফএমসি ঢাকার ডিএই ড্যানিডা সদর দপ্তরের এডভাইজার মিস. ক্যাটরিন প্লিজনার কানাইঘাট পরিদর্শন করে কৃষক সংগঠন সবজিচাষী কৃষক-কৃষাণীদের সাথে মতবিনিময় করেছেন। কঠোর পুলিশি নিরাপত্তায় রবিবার দুপুর ১২টার দিকে তারা কানাইঘাটে এসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কানাইঘাট আইএফএমসি প্রকল্পের আওতায় কানাইঘাট সদর ইউপির নিজ গোবিন্দপুরের আইএফএম কৃষক সংগঠন কর্তৃক কৃষি পণ্য বাজারজাত করণ, পণ্য বিক্রয়ের স্থান ও কালেকশন পয়েন্ট পরিদর্শন করে কৃষি পণ্য ক্রয় ও বাজারজাত করণ সংগঠনের সদস্য এলাকার সবজি চাষীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে পিটার বোগ জেনসেন ও ক্যাটরিন প্লিজনার কৃষক সংগঠনের কৃষি পণ্য ক্রয় বিক্রয়ে
লাভ-লোকসান এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে কথা বলেন। সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সবজি চাষীদের সৃষ্ট ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে উঠা যায় এ নিয়ে সবজিচাষীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তারা। এদিকে ড্যানিস দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা পিটার বোগ জেনসেন ও ক্যাটরিন প্লিজনারকে কাছে পেয়ে কৃষি পণ্য বাজারজাত করণকারী কৃষি সংগঠন এলাকার সবজি চাষী সহ সর্বস্থরের মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে উঠেন। পিটার বোগ
জেনসেন ও মিস ক্যাটরিন প্লিজনার তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত কঠোর পরিশ্রমী ও অতিথি পরায়ন। কৃষি সেক্টরের সাথে জড়িত চাষীরা তাদের উৎপাদনকৃত পণ্যের ন্যায্য মূল্য কিভাবে পান এবং যারা এসব কৃষি পণ্য বাজারজাত করনের সাথে জড়িত তারা কিভাবে আরো স্বাবলম্বী হন এজন্য আমরা মাঠ পর্যায়ে কৃষক সংগঠন ও সবজি চাষীদের সাথে কথা বলতে এবং তাদের উৎপাদনকৃত টাটকা বিষ মুক্ত শাক সবজি দেখতে এসেছি। সকলের সাথে কথা বলে আমাদের অনেক ভালো লেগেছে। পরিদর্শনকালে তাদের সাথে আইএফএমসি প্রকল্পের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তারা ছাড়াও উপজেলা কৃষি অফিসার মুন্সী তোফায়েল হোসেন বিশিষ্ট শিক্ষাবিদ কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট থানার এস.আই পিযুষ কান্তি দেবনাথ, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলম, কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ,নিজ গোবিন্দপুরের আইএফএম কৃষক সংগঠনের সভাপতি আতাউর রহমান,সহ-সভাপতি সমছিদা বেগম,সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ,সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ,কোষাধ্যক্ষ সুহাদা বেগম,সদস্য কয়ছর আহমদ,শাহরিয়ার আহমদ,বুরহান উদ্দিন,নাজিম উদ্দিন,আজির উদ্দিন প্রমূখ  উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়