Tuesday, May 16

ইংল্যান্ডের মতো নিরাপত্তা চায় অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের মতো নিরাপত্তা চায় অস্ট্রেলিয়া
কানাইঘাট নিউজ ডেস্ক:অস্ট্রেলিয়ার ভাবভঙ্গি প্রথম থেকেই পছন্দ নয় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। নিরাপত্তার দোহায় দিয়ে কয়েকবার সফর বাতিল করে অবশেষে বাংলাদেশ সফরে আসতে সম্মত হয়েছে তারা। তবে ইংল্যান্ডের মত নিরাপত্তা ব্যবস্থা চায় তারা।

গুলশানের অালোচিত হলি অার্টিজান হামলার মাত্র তিন মাস পর বাংলাদেশে সফরে এসেছিলো ইংল্যান্ড। সে সময় ইংল্যান্ড দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়েছিলো। অার এখন সেই রকম নিরাপত্তা চায় অস্ট্রেলিয়া।

এ সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরখ করতে ঢাকায় এসেছেন শন ক্যারল। তিনিই এমন নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছেন।

দুদিনের সফরে এসেছেন ক্যারল। অস্ট্রেলীয় হাইকমিশনে বৈঠক করেছেন, বৈঠক করেছেন আইজিপি শহীদুল হকের সঙ্গেও। বৈঠক করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও বাংলাদেশ সফর ‘প্রায় চূড়ান্ত’ হওয়ার কথাই জানিয়েছিলেন। নিরাপত্তার ব্যাপারে শতভাগ আশ্বস্ত হতেই ক্যারলকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তার সবুজ সংকেতের উপরই নির্ভর করছে এ সফর।

২০১৫ সালেই অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু সে সময় নিরাপত্তাঝুঁকিকে কারণ দেখিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৬ সালের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপেও দল পাঠায়নি। তবে গত অক্টোবরে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থার ব্যাপারে অনেকটাই নিশ্চিন্ত করেছে অস্ট্রেলিয়াকে।

ইংল্যান্ড সফরের সময়ই ক্যারল বাংলাদেশে এসে নিরাপত্তাব্যবস্থা পরখ করে গিয়েছিলেন। ঢাকা টেস্টের সময় মাঠে থেকে নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছিলেন।

উল্লেখ্য, গত অক্টোবরে বাংলাদেশ সফরের সময় ইংল্যান্ড ক্রিকেট দল মুগ্ধ ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাপনায়। ইংলিশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন বারবারই বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থার প্রশংসা করেছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়