Sunday, May 21

আস্তানায় অন্তত ৫-৬ জন জঙ্গি আছে: র‌্যাব

আস্তানায় অন্তত ৫-৬ জন জঙ্গি আছে: র‌্যাব

কানাইঘাট নিউজ ডেস্ক: নরসিংদীর গাবতলীর উত্তরপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে ৫ থেকে ৬ জন জঙ্গি আছে বলে ধারণা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ সাংবাদিকদের বলেন, সিলেটে আতিয়া মহলে জঙ্গি অভিযানের পর জঙ্গিরা ঢাকার আশপাশে অবস্থান নিয়ে আছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু জঙ্গি নরসিংদীর গাবতলী এলাকায় অবস্থান করছে বলে আমরা বিষয়টি নিশ্চিত হই। এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমাদের ধারণা সেখানে ৫ থেকে ৬ জন জঙ্গি আছে।

ঘটনাস্থলে উপস্থিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ বেলদি মাদ্রাসার শিক্ষক মাহফুজ সাংবাদিকদের বলেন, বাড়ির ভিতর তার শ্যালক মাসুদুর রহমান রয়েছেন। তার সঙ্গে মোবাইলে কথা বলেছেন তিনি।

মাহফুজ বলেন, 'মাসুদুর জামেয়া কাসেমিয়া মাদ্রাসার শিক্ষক আবু জাফরের কাছে প্রাইভেট পড়তে গিয়ে আটকে গেছে'। সেখানে মুজিবুর রহমান, সালাহ উদ্দিন ও মসিউর রহমান নামে আরও তিনজন আছেন।

'ওই তিনজন কী কারণে শিক্ষক আবু জাফরের কাছে এসেছেন এবং তাদের পরিচয় সম্পর্কে তেমন কিছু জানাতে পারেনি মাসুদুর'।

জঙ্গি তৎপরতার বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানের মধ্যে শনিবার সন্ধ্যার দিকে নরসিংদীর গাবতলীর চিনিসপুর ইউনিয়নের উত্তর গাবতলী গোরস্থানের উত্তর পাশে কুয়েত প্রবাসী মাইনউদ্দিনের নির্মাণাধীন দোতলা বাড়ি ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর মধ্যে ওই বাড়ি ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস।

নরসিংদী শহর থেকে কিছু দূরে জামেয়া কাসেমিয়া মাদ্রাসার কাছে ওই বাড়ি গত ৩ মে তিন অবিবাহিত পুরুষ ভাড়া নেন বলে ঘটনাস্থলে বাড়ির মালিকের ভাই জাকারিয়া সাংবাদিকদের জানান। 
সূত্র: বিডি লাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়