Sunday, May 21

কানাইঘাট কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ



নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আহমদ কর্তৃক কর্মসৃজন প্রকল্পের টাকা ভূয়া শ্রকিকদের তালিকা তৈরি করে ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাতের ঘটনায় এলাকাবাসী বাদী হয়ে সিলেটের জেলা প্রশাসকের বরাবরে অভিযোগ দাখিল করেছেন। রবিবার ওয়ার্ডবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, আব্দুস সামাদ, আব্দুল মালিক, আলাউর রহমান ও নজমুল ইসলাম বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে তারা উল্লেখ করেছেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আহমদ কর্মসৃজন প্রকল্পের আওতায় ওয়ার্ডের রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ অংশের নোয়াপাড়া রাস্তা সংস্কারের জন্য দেড় লক্ষ টাকা বরাদ্ধ করা হয়। কিন্তু নাম মাত্র কাজ করে ইউপি সদস্য জাহাঙ্গীর আহমদ শ্রমিক নয় এমন ব্যক্তিদের তালিকা তৈরি করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে প্রকল্পের অধিকাংশ অর্থ আত্মসাত করেছেন। এছাড়া ইউপি সদস্য কর্মসৃজনের আওতায় আরো একটি প্রকল্পের টাকা ভূয়া শ্রমিকদের তালিকা তৈরি করে ব্যাংক থেকে উত্তোলনের পায়তারা করছেন বলে অভিযোগে তারা উল্লেখ করেন। বিষয়টি সরেজমিন তদন্ত করলে এর সত্যতা পাওয়া যাবে বলে অভিযোগকারীরা জানিয়েছে। এব্যাপারে ইউপি সদস্য জাহাঙ্গীর আহমদের সাথে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়